উত্তরদিনাজপুর

রেশন নিয়ে বাড়ি ফেরার পথে লড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী, আহত ১

রেশন নিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী, আহত আরও এক আরোহী। ঘটনাটি ঘটে শনিবার রাতে উত্তর দিনাজপুরের ইটাহার থানার শ্রীপুর পাগলীমোড় এলাকার৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে ঘিরে চলে পথ অবরোধ। 

জানা যায়, মৃতের নাম কাচালু রাজবংশী(৩০) এবং আহতের নাম চন্দন দেবশর্মা(২৮)। তাদের বাড়ি ইটাহারের বনকুর এলাকায়। এদিন তারা পাগলীমোড়ের স্থানীয় একটি রেশন থেকে খাদ্য সামগ্রী নিয়ে সাইকেল করে বাড়ি যাচ্ছিল। যাবার পথে তাদের বিপরীত দিক থেকে আসা রায়গঞ্জ মুখী একটি দশ চাকা লড়ির সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বনকুর এলাকার বাসীন্দা কাচালু রাজবংশীর। বাকি আর একজন গাড়িতে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে থাকে। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। স্থানীয়দের অভিযোগ, ওই দশ চাকা লড়ি ভুল রুট দিয়ে যাবার জন্য এই ঘটনা ঘটেছে। ফলে স্থানীয়রা বিক্ষোভে ফেঁটে পরে এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় আড়ায় ঘণ্টা ধরে জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। ফলে বহু বাস, মিনিবাস, দূরপাল্লার গাড়ি আটকে পরে জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যায় ইটাহার থানার ও.সি এন.টি ভুটিয়া ও বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা পুলিশ দেখে আরো ক্ষোভে ফেটে পরে। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে গেলে পুলিশের সঙ্গে কার্যত ধস্তা-ধস্তি বেঁধে যায় ক্ষুদ্ধ জনতার বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা দাবী করেন এই স্থানে অবিলম্বে ট্রাফিক পুলিশ দিতে হবে। পুলিশের আশ্বাসে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এই বিষয়ে মৃতের দাদা জানান, শনিবার রাতে ভাই রেশন দোকান থেকে জিনিস নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ভাই মারা গিয়েছে এবং একজন আহত হয়েছে। প্রশাসনের কাছে তাদের দাবী এই স্থানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/GP6PfoXiMK8